সুইফটকির সাপোর্ট বন্ধ করছে মাইক্রোসফট

প্রকাশ: অক্টোবর ০১, ২০২২

বণিক বার্তা ডেস্ক

আইওএস ডিভাইসে সুইফটকির জন্য সাপোর্ট বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট। এছাড়া অক্টোবর অ্যাপল স্টোর থেকে এটি অপসারণ করবে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের ক্রমাগত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। খবর আইএএনএস।

যেসব ব্যবহারকারী অ্যাপটি ডাউনলোড করেছে আনইনস্টল না করলে সেটি আইফোনে বিদ্যমান থাকবে।

এক আপডেটে মাইক্রোসফট জানায়, আইওএসে মাইক্রোসফট সুইফটকির জন্য আমরা সাপোর্ট বন্ধ করে দিচ্ছি। যারা পণ্যটি ব্যবহার করেছে তাদের ধন্যবাদ। অক্টোবর থেকে অ্যাপ স্টোরে আর এটি পাওয়া যাবে না।

প্রতিষ্ঠানটি আরো জানায়, যেসব গ্রাহক ডিভাইসে এটি ইনস্টল করেছে তারা নতুন ডিভাইস না কিনলে বা আনইনস্টল না করলে সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। গ্রাহকদের অভিযোগ, আইওএসের জন্য সুইফটকির যে ভার্সন গত এক বছরে মাইক্রোসফট সেখানে কোনো আপডেট দেয়নি। এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডে সুইফটকি অ্যাপটি ৫০ কোটিবারের বেশি ডাউনলোড হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি এখনো চলমান রয়েছে এবং সাপোর্ট দেয়া হবে।

গত মে মাসে অ্যান্ড্রয়েড ভার্সনের সুইফটকিতে সর্বশেষ আপডেট দেয়া হয়। আপডেটের মাধ্যমে টেক্সট ডিলিট করা বিরামচিহ্নের পর স্বয়ংক্রিয়ভাবে স্পেস বসার সমস্যা সমাধান করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫