বিশ্বজুড়ে দুই হাজার প্রকৌশলী নেবে জেপি মরগান

প্রকাশ: অক্টোবর ০১, ২০২২

বণিক বার্তা ডেস্ক

অর্থনীতির মন্দা ভাবের মধ্যেই বিশ্বব্যাপী দুই হাজারের মতো প্রকৌশলী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেপি মরগান। সম্প্রতি মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের বৈশ্বিক প্রধান তথ্য কর্মকর্তা লরি বিয়ার তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

এর আগেও বড় নিয়োগ দিয়ে আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠানটি। গত বছর পাঁচ হাজারেরও বেশি সফটওয়্যার ডেভেলপার ডাটা বিজ্ঞানী নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি।

তবে এমন একসময়ে ব্যাংকটি নিয়োগের ঘোষণা দিল যখন বড় প্রযুক্তি জায়ান্টগুলো নতুন করে কর্মী নিয়োগ বন্ধ কিংবা বিদ্যমান কর্মী ছাঁটাই করছে। বর্তমানে জেপি মরগানের বৈশ্বিক কর্মীর সংখ্যা লাখ ৭৮ হাজারের মতো। এর মধ্যে ২০ শতাংশ প্রযুক্তিসংশ্লিষ্ট কর্মী।

টেক্সাসের জেপি মরগানের এক অভ্যন্তরীণ কনফারেন্সে প্রতিষ্ঠানটির ৫০০ জন শীর্ষ প্রকৌশলী একত্র হয়েছিলেন। সেখানে লরি বিয়ার বলেন, আমরা অবশ্যই এখনো নিয়োগ অব্যাহত রেখেছি। অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও জেপি মরগান একটি নিরাপদ স্থান।

জেনারেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি ক্লাউড কম্পিউটিংসহ বিভিন্ন ক্ষেত্রে জেপি মরগানের নতুন নিয়োগ পাওয়া প্রকৌশলীরা কাজ করবেন। সাম্প্রতিক বছরগুলোয় কর্মী নিয়োগের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাপক প্রতিযোগিতা করছে ব্যাংকগুলো। তবে প্রচুর সুযোগ-সুবিধাসহ দ্রুতগতিতে অভিনব পণ্য পরিষেবা তৈরি করে এমন প্রযুক্তি সংস্থাগুলোর প্রতি প্রকৌশলীদের আগ্রহ বেশি। সে তুলনায় ব্যাংক পুরনো প্রযুক্তিতে কাজ করে, যেখানে নতুন উদ্ভাবন কমই দেখা যায়। তবে লরি বিয়ার বলছেন, জেপি মরগানের লক্ষ্য সেই তথাকথিত ধারণাকে উড়িয়ে দেয়া।

তিনি বলেন, লাখ লাখ মানুষকে প্রভাবিত করে কিংবা ট্রিলিয়ন ডলার স্থানান্তর করে এমন প্রকল্পগুলোয় কাজের সুযোগ তৈরি করছি আমরা। যেমন প্রকৌশলীরা ক্লাউড অ্যাপ্লিকেশন তৈরির দলে যোগ দিতে পারে, ব্যাংকের সাইবার প্রতিরক্ষাকে শক্তিশালী করতে পারে কিংবা অফিসের কার্যক্রমগুলো স্বয়ংক্রিয়করণে সহায়তা করতে পারে।

বিশ্লেষকরা চলতি বছর প্রযুক্তিতে জেপি মরগানের হাজার ৪১০ কোটি ডলারের ব্যয় পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত মে মাসে ব্যাংকটির নির্বাহীরা কিছু উদ্যোগের রূপরেখাও তুলে ধরেছিলেন। যেমন মোবাইল অ্যাপের ব্যক্তিগতকরণ, -কমার্সের অর্থ প্রদানের পরিষেবা উন্নত করা এবং পরিকাঠামো আধুনিকীকরণ। কয়েক বছর ধরে জেপি মরগানের মতো অনেক মার্কিন ব্যাংক নিজস্ব প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে অগ্রাধিকার দিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫