চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভিয়েতনামের মোট দেশজ উৎপাদন (জিডিপি) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে দেশটির জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। এ সময়ে রফতানি দ্রুত বেড়ে যাওয়ায় জিডিপিও প্রসারিত হয়েছে। খবর নিক্কেই এশিয়া।
ভিয়েতনাম সরকারের পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে, দেশটিতে ২০০৯ সালের পর চলতি বছরের প্রথম প্রান্তিকে ভোক্তা ব্যয় পুনরুদ্ধার হয়েছে। এ কারণে জিডিপি প্রবৃদ্ধির হার ১০ শতাংশ ছাড়িয়েছে।
এর আগে বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির জিডিপি ৭ দশমিক ৮৩ শতাংশ প্রসারিত হয়েছিল। কভিড-১৯ মহামারীতে কঠোর বিধিনিষেধের কারণে গত বছর ভিয়েতনামের অর্থনীতি সংকুচিত হয়। ওই বছরের তৃতীয় প্রান্তিকে অর্থনীতি ৬ দশমিক শূন্য ২ শতাংশ কমে গিয়েছিল। এরপর ধীরে ধীরে বিভিন্ন সময়ে দেশটির সরকার এ বিধিনিষেধ শিথিল করতে থাকে। যদিও এ সময়ে অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি আগের স্তরে ফিরতে পারেনি।
মিজুহো রিসার্চ অ্যান্ড টেকনোলজিসের অর্থনীতিবিদ ইউসুকে কোশিয়ামা বলেন, আগের বছরে দেশটির অর্থনীতি সংকোচন হলেও এ বছরে প্রবৃদ্ধির দিকে ফিরতে শুরু করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার হওয়ায় রফতানিনির্ভর ভিয়েতনামের অর্থনীতিতে শক্তিশালী প্রবৃদ্ধি হচ্ছে।