সোমবার বন্ধ হচ্ছে করোনা টিকার প্রথম ডোজ

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক

আগামী সোমবারের পর আর কাউকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হবে না। যারা এখনো টিকা নেননি, তাদের সময়ের মধ্যে চলমান টিকা ক্যাম্পেইনের মাধ্যমে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। টিকা ক্যাম্পেইন-সংক্রান্ত গতকাল দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মহাপরিচালক বলেন, আজ (গতকাল) রাজধানীসহ সারা দেশে আবারো টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইন আগামী অক্টোবর পর্যন্ত চলবে। অক্টোবরের পর আর প্রথম ডোজের টিকা দেয়া হবে না। ক্যাম্পেইনে প্রথম ডোজ না পাওয়া ৩৩ লাখ দ্বিতীয় ডোজ না নেয়া ৯০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে চাচ্ছে সরকার। চতুর্থ ডোজ দেয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া যায়নি। তাই চতুর্থ ডোজের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্কুল কলেজের শিক্ষার্থীদের বাদে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ২৯ কোটি ৮৮ লাখ ডোজ টিকা দিয়েছে সরকার। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮০ শতাংশ, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৪ শতাংশ বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ২৮ শতাংশ মানুষ। বারবার তাগাদা দেয়া হলেও বিশেষ ক্যাম্পেইনের পরও অনেক মানুষ টিকাদানে তেমন সাড়া দিচ্ছে না। দেশের জনসংখ্যার বড় একটি অংশ এখনো টিকা নেয়নি। অবস্থায় দেশে মজুদ প্রথম দ্বিতীয় ডোজের টিকার মেয়াদ আগামী মাসেই শেষ হয়ে যাচ্ছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণ না করা ব্যক্তিদের টিকার আওতায় আনতে ছয়দিনের বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। সারা দেশে ১৫ হাজার কেন্দ্রে টিকা দেয়ার ব্যবস্থা থাকছে। ক্যাম্পেইনের পর আর কোনো টিকার ক্যাম্পেইন হবে না। ইপিআইয়ের হাতে এখনো তিন কোটি টিকা রয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল থেকে টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু করার কথা জানিয়ে বলেছিলেন, ক্যাম্পেইন শেষে প্রথম দ্বিতীয় ডোজ টিকা দেয়া বন্ধ হয়ে যেতে পারে। কারণ অনেক টিকার মেয়াদ শেষ। আগামী ১১ অক্টোবর জেলা উপজেলা পর্যায়ে -১১ বছরের শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫