শিশু-কিশোরদের জন্য লার্নিং প্লাটফর্ম ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা সংযোগ বিষয় নিয়ে থেকে ১৬ বছর বয়সী শিশু, কিশোর কিশোরীদের জন্য আলাদা আলাদা শিক্ষণীয় গল্প গেমের সমন্বয়ে চালু হলো লার্নিং প্লাটফর্মহাসিনা অ্যান্ড ফ্রেন্ডস বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি উন্নতির ধারাবাহিকতা, মূল্যবোধ, আগামী প্রজন্মের পথচলার বিষয়গুলো গল্প আর খেলার মাধ্যমে শিখতে পারবে শিশু-কিশোররা। লার্নিং প্লাটফর্মটির স্লোগানখেলি শিখি প্রতিদিন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেহাসিনা অ্যান্ড ফ্রেন্ডস(www.hasinaand friends.gov.bd) প্লাটফর্মটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্লাটফর্মটি পরিচয় করে দিয়ে এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, স্মার্টফোনের মাধ্যমে বিশ্ব এখন হাতের মুঠোয়। ইন্টারনেট ব্যবহার করে আমরা পরিবেশ, স্বাস্থ্য নানা বিষয়ে জানতে পারছি। শেখার প্রক্রিয়া আনন্দময় হওয়া প্রয়োজন, যাতে খেলতে খেলতে শেখা যায়।হাসিনা অ্যান্ড ফ্রেন্ডসশিশু, কিশোর-কিশোরীদের জন্য তেমনি একটি প্লাটফর্ম। এর মাধ্যমে তারা জানতে পারবে কীভাবে গাছের যত্ন নিতে হবে, কীভাবে পরিবেশ জলবায়ুকে বাঁচাতে হবে। বিষয়গুলো সহজভাবে বোঝানোর জন্য আমরা গেম ডিজাইন করেছি। এতে শিশু, কিশোর-কিশোরীরা খেলতে খেলতে শিখতে পারবে গাইতে গাইতে জ্ঞান অর্জন করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫