সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড ২০২২-এর ক্লেইমস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার-বাংলাদেশ নামের সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে। এ পুরস্কার বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী দ্বারা মূল্যায়িত হয়েছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকদের বীমা দাবি পরিশোধের সামর্থ্য মূল্যায়ন করা হয়েছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স গ্রাহকদের সেবা প্রদান এবং সততা ও দক্ষতার সঙ্গে সংশ্লিষ্ট বীমা দাবির গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের ভিত্তিতে সহজ পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করেছে। এর মাধ্যমে কোম্পানিটি গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে। পুরস্কার প্রদানের লক্ষ্যে গঠিত বিচারকমণ্ডলী কোম্পানির সার্বিক কার্যক্রম যাচাই-বাছাই করে এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করেন। এর পুরস্কার কোম্পানির খ্যাতি বাড়াতে সহায়তা করবে। —বিজ্ঞপ্তি