২০২২-২৩ মৌসুম

ভারতে কফি উৎপাদন ১৫% কমার আশঙ্কা

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২২

বণিক বার্তা ডেস্ক

২০২২-২৩ মৌসুমে ভারতে কফির উৎপাদন প্রাথমিক প্রাক্কলনের চেয়ে ১০-১৫ শতাংশ কমার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির প্রধান প্রধান কফি উৎপাদনশীল অঞ্চলে অতিবৃষ্টি কফি উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি দেশটির কফি বোর্ড তথ্য জানিয়েছে।

বোর্ডের সিইও কেজি জগদীশ বলেন, বেশির ভাগ অঞ্চলে এখনো অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত আছে। তবে এতে উৎপাদন কতটা ক্ষতিগ্রস্ত হবে তা এখনো নিরূপণের সময় আসেনি। অনেক চাষী এরই মধ্যে ৩০-৪০ শতাংশ উৎপাদন কমে যাওয়ার কথা জানিয়েছেন। আবার অনেকে এখনো বৃষ্টির প্রভাবমুক্ত। যখন বর্ষা মৌসুম শেষ হবে তা আমরা নিশ্চিতভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারব। তবে বর্তমান হিসাব অনুযায়ী, উৎপাদন ১০-১৫ শতাংশ কমবে।

আগামী মাসে ভারতে কফি মৌসুম শুরু হবে। কফির বোর্ডের পূর্বাভাসে আসন্ন মৌসুমে লাখ ৯৩ হাজার টন কফি উৎপাদনের কথা বলা হয়েছিল। এর মধ্যে অ্যারাবিকা কফি লাখ ১৫ হাজার ৯০০ টন রোবাস্তা কফি লাখ ৭৭ হাজার টন।

এদিকে অতিবৃষ্টির কারণে কফি গাছে রোগবালাই কীটপতঙ্গের আক্রমণও বাড়ছে। ফলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে ন্যায্যমূল্য না পাওয়ার উদ্বেগ কাজ করছে চাষীদের মাঝে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫