ঝিনাইদহে গৃহবধূকে ধর্ষণের পর হত্যায় ৯ জনের যাবজ্জীবন

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে লাখ টাকা করে জরিমানা করা হয়।

গতকাল দুপুরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বিষয়খালী গ্রামের মোহাম্মদ রসুল, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, গোলাম রসুল, আব্দুল আজিজ, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া আব্দুল বাতেন। এদের মধ্যে শরিফুল আমিরুল ইসলাম পলাতক রয়েছেন। এছাড়া আনোয়ার নামের এক আসামি মারা যাওয়ায় মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের মার্চ মাসে বিষয়খালী গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে পাশের বাঁশবাগানে নিয়ে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করে আসামিরা। পরে তারা ওই নারীকে হত্যা করে পালিয়ে যায়। হত্যার ঘটনায় নিহতের স্বামী আরব আলী বাদী হয়ে পরদিন ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গতকাল মামলার রায় ঘোষণা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫