গুগলের বিবৃতি

নেটওয়ার্ক ব্যয় বণ্টনে ক্ষতিগ্রস্ত হবেন গ্রাহক

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২২

বণিক বার্তা ডেস্ক

গ্রাহক পরিষেবা প্রদানে এবং নেটওয়ার্ক বিস্তারে যে অবকাঠামো তৈরি করা প্রয়োজন সেগুলোর খরচ প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে ভাগ করে নিতে ইউরোপিয়ান টেলিকম অপারেটরদের যে চাপ দেয়া হয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে অ্যালফাবেটের গুগল। খবর রয়টার্স।

এক বিবৃতিতে গুগল জানায়, খরচ ভাগ করে নেয়ার প্রস্তাব ১০ বছরের পুরনো এবং গ্রাহকের জন্য ক্ষতিকর। এছাড়া নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়নে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে বিনিয়োগ করে আসছে বলেও জানানো হয়। গুগলের ইএমইএ বিজনেস অ্যান্ড অপারেশনস বিভাগের প্রেসিডেন্ট ম্যাট ব্রিটিন কথা জানান। খরচ ভাগ করে নেয়ার বিষয়ে আগামী মাসে আইনি প্রস্তাব দেয়ার আগে ইউরোপিয়ান কমিশন প্রযুক্তি জায়ান্ট টেলিকম প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়া জানতে চাওয়ায় ম্যাট কথা জানান।

ডয়েচে টেলিকম, অরেঞ্জ, টেলিফোনিকাসহ দেশটির বড় বড় টেলিকম নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে প্রযুক্তি জায়ান্টগুলোর বিপক্ষে ফ্রি রাইডিংয়ের অভিযোগ করে আসছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫