সংসদীয় কমিটির বৈঠক

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণে দীর্ঘসূত্রতায় অসন্তোষ

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে সারা দেশে প্রায় ১২ লাখ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানোর অপেক্ষায়। নবায়নের জন্য ছাপার অপেক্ষায় আরো ২৫ লাখ। দীর্ঘদিন ধরে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানোর কার্যক্রম ধীরগতিতে হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। আবার সুযোগে অপেশাদার চালকরা যানবাহন চালাচ্ছেন। ফলে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা মৃত্যুর মিছিল। গতকাল জাতীয় সংসদের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানো বিতরণ কার্যক্রমে দীর্ঘসূত্রতার জন্য অসন্তোষ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের কাছে দ্রুত ড্রাইভিং লাইসেন্স বিতরণের ব্যবস্থার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার সেখ সালাহউদ্দিন অংশগ্রহণ করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫