বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন

দশম এজিএমে নতুন নির্বাহী কমিটি গঠন

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলনায়তনে রোববার বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের (বিএমবিএএ) দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি গঠিত হয়। এছাড়া বিএমবিএএর প্রকাশনায় বাংলাদেশে প্রথমবারের মতো প্রকাশিত দেশী প্রতিষ্ঠান ব্র্যান্ডদের নিয়ে একটি বিজনেস কেস বুকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

বর্তমান নির্বাহী কমিটির পরিচালনায় সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠিত হয়। চলমান কমিটির সভাপতি নাজমুল হাসান এমপি, সাধারণ সম্পাদক শেখ আবুল হাশেম। নাজমুল হাসান সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন সাইফ আই মাহমুদ। এছাড়া দেশের প্রথিতযশা পেশাজীবী, ব্যবসায়িক করপোরেট নেতারা নির্বাহী কমিটিসহ বিএমবিএএর সঙ্গে যুক্ত আছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এবং আকিজ ভেঞ্চার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী সৈয়দ আলমগীর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশী বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান শীর্ষ কর্তাসহ এমবিএ পেশাজীবীরা।

বিএমবিএএ বাংলাদেশে এমবিএ ডিগ্রিধারীদের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর শুরুর দিকের এমবিএ ডিগ্রিধারী এবং করাচি বিশ্ববিদ্যালয়ের আইবিএ, হার্ভার্ড বিজনেস স্কুল, ওয়ার্টন বিজনেস স্কুল স্ট্যানফোর্ড বিজনেস স্কুলের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশী এমবিএদের নিয়ে ১৯৮৬ সালে সংগঠন যাত্রা করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫