নড়াইলে জেলা প্রশাসকের হলরুমে হামলা-ভাংচুর

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২২

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের সময়ে জেলা প্রশাসকের হলরুমে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। সময়ে আহত হয়েছেন বিদ্রোহী চেয়াম্যান প্রার্থীর অন্তত আট কর্মী-সমর্থক। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘটনা ঘটে।

জানা গিয়েছে, নড়াইল জেলা প্রশাসকের হলরুমে গতকাল বেলা ১১টার দিকে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রথমে সংরক্ষিত মহিলা পরে পুরুষ ওয়ার্ডে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে নম্বর ওয়ার্ডের প্রার্থী ওবায়দুর রহমান খোকন কুমার সাহা দুজনই তালা মার্কা চান। নির্বাচনী বিধান অনুযায়ী, একই মার্কা দুজন চাইলে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়, কিন্তু খোকন কুমার তার আগেই ওবায়দুর রহমানকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে দুজনই মারামারিতে জড়ান। সুযোগে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সুবাস বোসের সমর্থকরা বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। জেলা প্রশাসকের হলরুমের চেয়ার ভাংচুর করে।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, কাউন্সিলর প্রার্থী ওবায়দুর রহমান খোকন কুমারকে শোকজ করা হবে এবং নির্বাচন কমিশনে জানানো হবে। প্রার্থী লিটুর লোকজনের ওপর হামলা হলরুমের চেয়ার ভাংচুরের বিষয়ে বলেন, প্রার্থী যদি লিখিত অভিযোগ করেন তাহলে আমরা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫