গম ও ভুট্টার উৎপাদনে হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২২

দেশে খাদ্যের চাহিদা পূরণের লক্ষ্যে গম ভুট্টার উৎপাদন বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষিঋণ বিভাগ কর্তৃক হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করে সম্প্রতি একটি সার্কুলার জারি করা হয়েছে। স্কিমের আওতায় ঋণ বিতরণ এবং পুনঃঅর্থায়ন গ্রহণে ইচ্ছুক ব্যাংকগুলো ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করে। অংশগ্রহণ চুক্তিতে নিজ নিজ ব্যাংকের এমডি এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরীসহ ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫