ইতালির ভেনেটোতে চিপ কেন্দ্র স্থাপন করবে ইন্টেল

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২২

কয়েক হাজার কোটি ইউরো ব্যয়ে নতুন চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে ইতালির উত্তর-পূর্ব ভেনেটোর ভিগাসিও শহরকে সম্ভাব্য স্থান নির্বাচন করেছে মারিও দ্রাঘির বিদায়ী সরকার ইন্টেল। বিষয়ে অবগত দুটি সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আগামী এক দশকে ইউরোপের বিভিন্ন দেশে হাজার কোটি ইউরো বা হাজার ৭৫০ কোটি ডলার বিনিয়োগে গত মার্চে যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল। এর বিস্তৃত অংশ হিসেবে ইতালিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইন্টেল। প্রাথমিকভাবে ৪৫০ কোটি ইউরো বিনিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে এর পরিমাণ বাড়বে। এক বিবৃতিতে ইন্টেল জানায়, নতুন চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রত্যক্ষভাবে হাজার ৫০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি সরবরাহকারী সহযোগী পর্যায়ে আরো সাড়ে তিন হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

২০২৫-২৭ সালের মধ্যে কেন্দ্রের কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়। ইতালির নতুন কারখানাটি আধুনিক প্রযুক্তিসংবলিত উন্নত সেমিকন্ডাক্টর প্যাকেজিং অ্যাসেম্বলি কেন্দ্রে পরিণত হবে, যেখান থেকে সর্বোচ্চসংখ্যক চিপ উৎপাদন করা হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫