মিলান ফ্যাশন উইক

মানবাধিকারে ‘সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ডস’ পেলেন রুবানা হক

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২২

বণিক বার্তা অনলাইন

মানবাধিকার বিভাগে ‘সিএনএমআই সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২২’ পেলেন ড. রুবানা হক। ইতালির মিলান ফ্যাশন উইককে সামনে রেখে বিভিন্ন বিভাগে এ পুরস্কার দেয় ন্যাশনাল চেম্বার অব ইটালিয়ান ফ্যাশন (সিএনএমআই) ও ইউনাইটেড নেশনস ইথিক্যাল ফ্যাশন ইনোশিয়েটিভ (ইফি)।

ইতালীয় ও আন্তর্জাতিক ফ্যাশন শিল্পে দূরদর্শিতা, উদ্ভাবন, কারুশিল্পের প্রতি প্রতিশ্রুতি, মানবাধিকার ও পরিবেশগত ন্যায়বিচারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান বিবেচনায় নির্বাচিত ব্যক্তিত্বরা এ পুরস্কার পেয়ে থাকেন।

গতকাল রোববার রাতে মিলানের স্কালা থিয়েটার এ জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।

বিখ্যাত ফ্যাশন হাউস ভ্যালেন্টিনোর আর্টিস্টিক ডিরেক্টর পিয়েরপাওলো পিকিওলির কাছ থেকে পুরস্কার নেন রুবানা হক।

গার্মেন্টস কর্মী ও উৎপাদকদের পুরস্কারটি উৎসর্গ করেছেন ড. রুবানা। এ সময় আন্তর্জাতিক ফ্যাশন জগতকে পোশাক উৎপাদনকারী দেশগুলোর প্রতি আরো বেশি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এবার ১৪টি বিভাগে ‘সিএনএমআই সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২২’ পুরস্কার পেয়েছে খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠান। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আইলিন ফিশার, জর্জিও আরমানির মতো ব্যক্তিত্ব ও টিম্বারল্যান্ড, বোটেগার মতো প্রতিষ্ঠান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫