নারী টি২০ বিশ্বকাপ বাছাই

আইরিশদের হারিয়ে চ্যাম্পিয়ন টাইগ্রেসরা

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২২

ক্রীড়া প্রতিবেদক

দুবাইয়ে গতকাল সংযুক্ত আরব আমিরাতকে প্রথম টি২০ ম্যাচে হারানোর অল্প কিছুক্ষণ পর আবুধাবিতে আবারো বিজয় নিশান উড়ল বাংলাদেশের। নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।

আগে ব্যাট করে উইকেটে ১২০ রান তোলে নিগার সুলতানার দল। ফারজানা হক ৫৫ বলে সর্বোচ্চ ৬১ রান করেন। রুমানা আহমেদ করেন ২১ রান। এরপর রুমানা (/২৪), সোহেলি আক্তার (/২০) সানজিদা আক্তার মেঘলা (/১৬) এবং নাহিদা আক্তারের (/৩১) ঘূর্ণিতে বিধ্বস্ত হয় আইরিশ নারীরা। তারা উইকেটে ১১৩ রান তুলতে সমর্থ হয়। এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। এবার আসরের শিরোপাও জিতে নিলেন নিগাররা।

আগামী বছর দক্ষিণ আফ্রিকায় নারীদের টি২০ বিশ্বকাপ আসর বসবে। সরাসরি আট দল খেলবে ওই আসরে, তাদের সঙ্গে বাছাইপর্ব খেলে যোগ দেবে বাংলাদেশ আয়ারল্যান্ড।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫