আলোচনা সভায় বক্তারা

নদী দখলদার যত শক্তিশালীই হোক ছাড় পাবে না

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশে এখনো প্রায় ২৫ হাজার নদী দখলকারী আছে। নানাভাবেই চলছে নদীদূষণও। তবে যত শক্তিশালীই হোক, দখলদার দূষণকারী কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

তিনি বলেন, করোনার আগে ২৩ হাজার নদী দখলকারীদের উচ্ছেদ করেছি আমরা। ক্রমান্বয়ে সবাইকেই উচ্ছেদ করা হবে।

গতকাল বিশ্ব নদী দিবস উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় এবং নদীভিত্তিক ১৮টি সংগঠনের উদ্যোগে গাজীপুরের ধাধার চরে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন কবির বিন আনোয়ার।

সিনিয়র সচিব বলেন, সরকার ১০০ বছরের ডেল্টা প্ল্যান নিয়ে এগোচ্ছে। আমাদের টার্গেট হলো নৌ-পথের পরিমাণ বৃদ্ধি করা। এজন্য খাল ছোট নদীখননের কাজ চলমান রয়েছে। মিঠা পানির মাত্র শতাংশ আমরা সংরক্ষণ করতে পারি। বাকিটা সমুদ্রে চলে যায়। এটা যদি ১২-১৫ শতাংশ হয়, তাহলে আমাদের পানি সমস্যা দূর হয়ে যাবে। অন্য কারো দিকেও আর চেয়ে থাকতে হবে না। সে লক্ষ্য সামনে রেখেই নদী খাল খনন করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫