স্বর্ণ চোরাচালান মামলায় চীনা নাগরিকের ৭ বছরের কারাদণ্ড

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৯ সালে ২৪টি স্বর্ণের বার উদ্ধার ঘটনার মামলায় চীনা নাগরিক ফ্যান রংগুইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ . জেবুননেছার আদালত রায় দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের মে মাসে বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে এসে সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। সময় চীনা নাগরিক ফ্যান রংগুইর ব্যাগে থাকা চার্জার লাইটের ভেতর থেকে ২৪টি সোনার বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কোটি ২০ লাখ টাকা। ঘটনায় পতেঙ্গা থানায় বিমানবন্দর কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহারিয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় ২০১৯ সালের সেপ্টেম্বরে ফ্যান রংগুইকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পতেঙ্গা থানা পুলিশ। ২০২১ সালের ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫