টিকটকে চালু হচ্ছে ডিজলাইক বাটন

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২২

বণিক বার্তা ডেস্ক

অন্যান্য সোশ্যাল অ্যাপের মতো টিকটকেও চালু হচ্ছে ডিজলাইক বাটন। অপছন্দের কোনো কনটেন্ট বা ভিডিওতে কেউ ইচ্ছে করলে ডাউনভোট দিতে পারবে। সম্প্রতি নিজস্ব টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে তথ্য নিশ্চিত করেছে টিকটক।

নতুন ঘোষণা অনুযায়ী, ভিডিওর নিচে বিভিন্ন কমেন্টের সঙ্গে থাকা লাইক বাটনের পাশে দেখা যাবে নতুন বাটন। একটি থাম্বস-ডাউন আইকন হিসেবে থাকবে এটি, যেটিতে ক্লিক করতে পারবে ব্যবহারকারী।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, পরীক্ষামূলকভাবে গত এপ্রিলে ফিচারটি চালু হয়েছিল। টিকটক বলছে, এখন থেকে ফিচারটি বৈশ্বিকভাবে চালাতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া ডাউনভোট বাটনে পুনরায় চাপ দিয়ে এটি আনডু করতে পারবে তারা।

ভিডিওর বিভিন্ন কমেন্টের লাইক সংখ্যা দেখা গেলেও ডাউনভোট সংখ্যা সবাই দেখতে পাবে না। এর থেকে ইঙ্গিত মিলছে যে কেবল একটি ব্যাক-এন্ড মডারেশন টুল হিসেবে কাজ করবে ডাউনভোট বাটনটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫