ফেরদৌসী মজুমদারকে নিয়ে রিচির ভাবনা

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২২

ফিচার প্রতিবেদক

ছোট পর্দার গুণী অভিনেত্রী রিচি সোলায়মান। ধারাবাহিক আর খণ্ড নাটকের জনপ্রিয় মুখ অভিনেত্রী। প্রবাসে থাকায় নাটকে তাকে এখন দেখা যায় না। তবে দর্শকের কাছে এখনো জনপ্রিয়। অর্ধশতের বেশি ধারাবাহিক আর দেড় শতাধিক খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া বিজ্ঞাপনে মডেল হিসেবেও জনপ্রিয়তা ছিল তার। সম্প্রতি প্রবাস থেকেই রিচি তার পছন্দের তারকাকে নিয়ে কথা বলেছেন। রিচির প্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ফেরদৌসী মজুমদার। কয়েক বছর আগে রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় যখন কখনো ধারাবাহিক নাটকে ফেরদৌসী মজুমদারের মেয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন রিচি সোলায়মান। নিয়ে রিচি সোলায়মান বলেন, আমরা যারা টিভি নাটকে অভিনয় করি, তাদের অনেকেরই স্বপ্ন ফেরদৌসী আপার সঙ্গে অভিনয় করার। আমারও স্বপ্ন ছিল। সেই স্বপ্নও পূরণ হয়েছিল আমার। সেই বিবেচনায় বলা যায়, এটা আমার সৌভাগ্য যে আমি তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। এমন বরেণ্য অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার মধ্যে ভালো লাগা কাজ করে। তারা যখন অভিনয় করেন, তখন রি-অ্যাকশনে যেটাই করেন সেটাই অভিনয় হয়ে যায়। আমার অনেক বড় সৌভাগ্য যে ফেরদৌসী আপার সঙ্গে অভিনয় করতে পেরেছি। দেশে আসা প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী বলেন, এখনই বলতে পারছি না। তবে দেশে আসার জন্য মন সবসময়ই ব্যাকুল।

রিচি সোলায়মান ১৯৯৮ সালে বিটিভিতে প্রচারিত ফারুখ ভুঁইয়া প্রযোজিত বেলা বেলা নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। নাটকে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫