আইজিপি বেনজীর আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) . বেনজীর আহমেদ। গতকাল -সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে চাকরি থেকে অবসর দেয়া হলো। অবস্থায় আগামী অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের এপ্রিলে আইজিপি হিসেবে নিয়োগ পান বেনজীর আহমেদ। দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিল।

এদিকে, গত বছরের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাহিনীর সাবেক বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। সে নিষেধাজ্ঞার মধ্যেই সম্প্র্রতি জাতিসংঘে পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান আইজিপি বেনজীর আহমেদ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫