র‍্যাবের নতুন মহাপরিচালক খুরশীদ হোসেন

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক হলেন পুলিশের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন। তিনি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হচ্ছেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন আইজিপির দায়িত্ব পেয়েছেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন পুলিশপ্রধান এবং র‍্যাব প্রধানের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

পুলিশের বিশেষায়িত শাখা র্যাবপ্রধানের দায়িত্ব পাওয়া খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদের জন্ম ১৯৬৪ সালে গোপালগঞ্জের কাশিয়ানীতে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫