কলসিন্দুরের আট ফুটবলার পরিবারকে অর্থ পুরস্কার

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, ময়মনসিংহ

দেশের গর্ব নারী সাফ চ্যাম্পিয়নশিপজয়ী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের আট নারী ফুটবলারের প্রত্যেকের পরিবারকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে মোট লাখ টাকা দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। বুধবার কলসিন্দুর গ্রামে ফুটবলার সানজিদার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে টাকা তুলে দেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন।

পরে তিনি কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবলার শামসুন্নাহার, মারিয়া মান্দাসহ বাকি খেলোয়াড়দের বাবা-মা পরিবারের সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

সময় সবাইকে মিষ্টিমুখও করানো হয়। এরপর কলসিন্দুর মাঠে অনুশীলনরত ক্ষুদে নারী ফুটবলারদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা।

অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সেলিমা খাতুন, স্থানীয় থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান, কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি শিল, কোচ মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫