সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে অপারেশন সুন্দরবন

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২২

সাবিহা জামান শশী

সুন্দরবন জলদস্যুমুক্ত করার জন্য র‌্যাবের দীর্ঘদিনের অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অপারেশন সুন্দরবন দীপংকর সেনগুপ্ত দীপন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমার জন্য দর্শকের আগ্রহের শেষ নেই। আগামীকাল ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। উপলক্ষে মঙ্গলবার রাতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে জমকালো প্রিমিয়ার শোর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সিনেমার কলাকুশলীরা। যাদের মধ্যে রয়েছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, মনোজ প্রামাণিক রোশান, রওনক হাসান, আরমান পারভেজ মুরাদ, দর্শণা বণিক, মনির খান শিমুল, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, ইমরানসহ আরো অনেকে।

আয়োজনে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, সুন্দরবন আমাদের কাছে অন্যরকম এক অনুভূতি। একটা সময় ছিল যখন দস্যুদের কারণে সুন্দরবন আরো বেশি ভয়ংকর ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে র‌্যাবের অভিযানে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। সেসব অভিযান নিয়েই নির্মাণ করা হয়েছে অপারেশন সুন্দরবন। সিনেমার মাধ্যমে দর্শকরা র্যাবের অভিযান সম্পর্কে কিছুটা ধারণা পাবে। এমন একটি কাজ করার জন্য র্যাবকে ধন্যবাদ।

ছবিটি নিয়ে র‌্যা মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সুন্দরবনের অনন্য সৌন্দর্য বিশ্বের বুকে তুলে ধরবে সিনেমা। র‌্যাব ফোর্সের দুঃসাহসিক অভিযানকে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে র‌্যাব ওয়েলফেয়ার সোসাইটির অপারেশন সুন্দরবন চলচ্চিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অপারেশন সুন্দরবনের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক দীপঙ্কর দীপন। নিয়ে তিনি বলেন, দীর্ঘ চার বছরের অপেক্ষার পর মুক্তি পাচ্ছে অপারেশন সুন্দরবন। আমি চেষ্টা করেছি সুন্দরবনের গহীনে যা ঘটে তা তুলে ধরতে। এতে আমাদের যতটুকু করার ছিল, সেখান থেকে আমরা এক ধাপ এগিয়ে সর্বোচ্চটুকু দিয়েছি। আমাদের টিমের সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। সিনেমাটির চিত্রনাট্য ভালোভাবে তুলে ধরার জন্য যতটুকু ত্যাগ দরকার ছিল, আমাদের সবাই এর চেয়ে বেশি করেছেন। এখন সব বিচারের ভার দর্শকের হাতে।

অপারেশন সুন্দরবনে মেজর সায়েম সাদাতের চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ। প্রিমিয়ার শোয়ে এসে তারকা বলেন, আমরা চেষ্টা করেছি সাধ্যমতো অভিনয় করতে, এখন দর্শকরা বিচার করবে। বণিক বার্তাকে বলেন, কাল যারা অপারেশন সুন্দরবনের প্রিমিয়ার শোয়ে ছিলেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কেন আমাদের এত সময় লেগেছে সিনেমাটা নির্মাণ করতে। লোকেশন থেকে শুরু করে সুন্দরবনের প্লট, র্যাবের অভিযান আর প্রান্তিক জনগোষ্ঠী সব নিয়েই আমাদের সিনেমা। সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে অপারেশন সুন্দরবন নির্মাণ করা হয়েছে। পরিবারের সঙ্গে আনন্দ নিয়ে দর্শক সিনেমাটা যেন উপভোগ করতে পারে, সেভাবেই আমরা কাজ করেছি। আলহামদুলিল্লাহ, সবাই সিনেমাটি নিয়ে পজিটিভ মনোভাব প্রকাশ করছেন, যারা কাল শোয়ে ছিলেন। মূলত এজন্যই আমাদের কষ্ট করা। দেশের বাইরে অপারেশন সুন্দরবন মুক্তি পাবে কিনা এটা জানতে চাইলে জবাবে সিয়াম আহমেদ বলেন, ইনশা আল্লাহ দেশের বাইরেও সিনেমাটি মুক্তি পাবে। কবে কোথায় মুক্তি পাবে, সেটি আমাদের টিম থেকে অফিশিয়ালি জানিয়ে দেয়া হবে।

সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। একজন বাঘ গবেষকের চরিত্রে দেখা যাবে তাকে। প্রিমিয়ার শোয়ে সবার নজর কেড়েছেন তিনি। অফ হোয়াইট রঙের সিল্কের গাউন পড়েছিলেন তারকা। যাতে হাতের কাজের মাধ্যমে ফুটে উঠেছে সুন্দরবনের বাঘ, হরিণ, পাখি, ম্যানগ্রোভ নানা রকম বৃক্ষরাজি আঁকা চিত্র। অপারেশন সুন্দরবন নিয়ে নুসরাত ফারিয়া বলেন, সুন্দরবনে শুটিং চলাকালে যে কষ্ট করেছি, তা যেন সফল হলো আজ। দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখলে আমাদের কষ্ট সফল হবে।

সেপ্টেম্বর বিকালে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ছবির পোস্টার প্রকাশ হয়। এর আগে গত ২৯ জুলাই সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে কক্সবাজারের লাবণী বিচে। র‌্যা কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত সিনেমা পরিবেশন করছে শাপলা মিডিয়া। তারকাবহুল সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, জিয়াউল রোশান, নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন রহমান, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদ, দর্শণা বণিক প্রমুখ।

দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা অপারেশন সুন্দরবন। বর্তমানে দেশে ভিন্নধর্মী কাজ দর্শক জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রের সুদিনে অপারেশন সুন্দরবন কি নতুন মাত্রা আনতে যাচ্ছে কিনা সেটাই এখন দেখার পালা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫