নারী টি২০ বিশ্বকাপ বাছাই

টানা তিন জয়ে সেমিফাইনালে মেয়েরা

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২২

ক্রীড়া ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে চলমান উইমেন্স টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়ে সেমিফাইনালে নাম লেখাল বাংলাদেশ। আজ বুধবার যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারিয়েছে নিগার সুলতানার দল। 

আগে ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। ২০ রানের মাথায় শামীমা সুলতানার উইকেট পতনের পর ১৩৮ রানের বিশাল জুটি গড়েন মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার। মুর্শিদা ৬৪ বলে ৭৭ ও নিগার ৪০ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। 

জবাব দিতে নেমে সালমা খাতুন ও নাহিদা আক্তারের ঘূর্ণি বলের মুখে ১২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে যুক্তরাষ্ট্র। এরপর সিন্ধু শ্রীহার্সা ও লিসা রামজিত ৯১ রানের একটি জুটি গড়ে হতাশ করেন বাংলাদেশকে। যদিও এই জুটি জেতাতে পারেনি যুক্তরাষ্ট্রকে। ২০ ওভারে ১০৩ রান তুলতে সমর্থ হয় তারা। 

সহজ এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। শুক্রবার সেমিফাইনাল জিতলেই মিলবে ২০২৩ সালের টি২০ বিশ্বকাপের টিকিট। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ। এই দলটি হতে পারে জিম্বাবুয়ে, থাইল্যান্ড কিংবা পাপুয়া নিউগিনি। 

বাছাইপর্বে অংশ নেয়া আট দলের মধ্যে দুই ফাইনালিস্ট পাবে বিশ্বকাপের টিকিট। আর ৮টি দল সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা আসরে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫