প্রিয়দর্শনী একাডেমি পুরস্কারে ভূষিত হলেন আজিজ খান

প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২২

সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রিয়দর্শনী একাডেমির ৩৮তম অ্যাওয়ার্ড আসরে গ্লোবাল অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশের অবকাঠামো খাতে অসামান্য অবদানের জন্য তাকে পুরস্কার দেয়া হয়। এটি এশিয়ার নোবেল পুরস্কার হিসেবেও পরিচিত। আজিজ খানের হাতে পুরস্কার তুলে দেন ভারতের সাবেক ফেডারেল মন্ত্রী সুরেশ প্রভু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতের সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী, প্রিয়দর্শনী একাডেমির চেয়ারম্যান . নিরঞ্জন হিরানান্দানি, গ্লোবাল অ্যাওয়ার্ডস উপদেষ্টা কমিটির চেয়ারম্যান . আরএ মাশেলকার প্রমুখ। এর আগে বাংলাদেশ থেকে ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ দারিদ্র্য দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ৩০তম প্রিয়দর্শনী একাডেমির গ্লোবাল অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫