পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. কাজী সাইফুদ্দিন

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক . কাজী সাইফুদ্দিন। গতকাল মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

অধ্যাপক . কাজী সাইফুদ্দিন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে কর্মরত। উপাচার্য নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জানা গিয়েছে, পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকার পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ মহাসড়কের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫