যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা বিষয়ে বিনামূল্যে পরামর্শ দেবে স্টাডি গ্রুপ

প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২২

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশী শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণ বিষয়ে বিনামূল্যে পরামর্শ দেবে স্টাডি গ্রুপ। আগামী নভেম্বরে অনলাইনে শুরু হবে এ প্রোগ্রাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্টাডি গ্রুপ ২০২৩ সালের জানুয়ারিকে সামনে রেখে তাদের আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র ও কলেজ শিক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের একটি কোর্স অফার করছে, যা শুরু হবে আগামী ২৮ নভেম্বর। এর মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা বিষয়ে পেশাদারদের সাহায্য পাবেন।

এ প্রোগ্রামে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত কোনো টিউশন ফি দিতে হবে না। বরং এই প্রোগ্রাম থেকে নতুন পরিবেশের সঙ্গে পরিচিতি, ব্যবহারিক সাহায্য এবং একাডেমিক ও ডিজিটাল দক্ষতা অর্জন করবে তারা।

এ বিষয়ে স্টাডি গ্রুপের চিফ লার্নিং এক্সপেরিয়েন্স অফিসার মার্ক কানিংটন বলছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাহায্য করতে আমরা বিশ্ববিদ্যালয়ের অংশীদারদের সঙ্গে মিলে কাজ করে চলেছি। নতুন দেশে শিক্ষার্থীরা একদম নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাই ২০২৩ সালের জানুয়ারির আগে শিক্ষার্থীদের যুক্তরাজ্যের জীবনের সঙ্গে আরও পরিচিত করতে এই কোর্সের পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে এই প্রোগ্রামে যোগ দিতে পারবেন। এর জন্য স্টাডি গ্রুপের ওয়েবসাইটে ক্লিক করতে হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫