এক মাসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বেড়েছে ২২৫%

প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়তে দেখা গিয়েছে। পাশাপাশি সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে। তবে শেয়ারদর বৃদ্ধি লেনদেন অস্বাভাবিক হারে বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে গত মাসে তিন দফায় নিশ্চিত করেছে কোম্পানিটি। তা সত্ত্বেও কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি থেমে নেই। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১৪ আগস্টের পর থেকেই ডিএসইতে টানা ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১২৯ টাকা ১০ পয়সায়। সর্বশেষ বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪১৯ টাকায়। সে হিসাবে এক মাসেরও কম সময়ে বা মাত্র ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮৯ টাকা ৯০ পয়সা বা ২২৪ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারটির দর ১০৮ টাকা ৭০ পয়সা বা ৩৫ দশমিক শূন্য শতাংশ বেড়েছে। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ১৮ লাখ ১৭ হাজার ৯১৭টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল লেনদেন ছিল লাখ ৮৮ হাজার ২৩৫টি।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল টাকা ১২ পয়সায়। বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৫ পয়সায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫