ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস চ্যালেঞ্জ সিজন ৩ শুরু

প্রকাশ: সেপ্টেম্বর ০৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী জমকালো প্রতিযোগিতা ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস চ্যালেঞ্জ : সিজন শুরু হয়েছে। চলতি বছর আয়োজনটি তিন রাউন্ডে বিভক্ত করা হয়েছে। প্রথম রাউন্ড (কোয়ালিফাইং রাউন্ড) হবে এমসিকিউ। রাউন্ডে অফলাইন অনলাইন উভয় মাধ্যমেই অংশগ্রহণের সুযোগ থাকছে।

এমসিকিউ এবং ছোট প্রশ্নোত্তরের মাধ্যমে দ্বিতীয় রাউন্ড চূড়ান্ত রাউন্ডটি অনুষ্ঠিত হবে সবুজেঘেরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে। আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত আছে অন্যতম কনটেন্ট ক্রিয়েটর প্লাটফর্ম গো উইথ আশরাফুল আলম।

ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন অনুষদের তত্ত্বাবধানে এবারের প্রতিযোগিতার সিলেবাস হচ্ছে কলেজ পর্যায়ের প্রথম বর্ষের হিসাববিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলি। প্রথম রাউন্ডের শেষ তারিখ ৩১ আগস্ট এবং দ্বিতীয় রাউন্ড চূড়ান্ত রাউন্ড হবে সেপ্টেম্বর।

প্রসঙ্গত, সেরা বিজয়ী ১০ হাজার, প্রথম রানারআপ হাজার দ্বিতীয় রানারআপ হাজার টাকা পাবে। এছাড়া উল্লেখযোগ্য নগদ পুরস্কারের পাশাপাশি চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণকারীদের মেডেল ক্রেস্ট দেয়া হবে। এছাড়া অন্যান্য অংশগ্রহণকারীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার সার্টিফিকেট।

দেশব্যাপী প্রতিযোগিতা ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন অনুষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত আছেন ভ্রমণ পরিবেশবিষয়ক অন্যতম কনটেন্ট ক্রিয়েটর প্লাটফর্ম গো উইথ আশরাফুল আলম। অনলাইনে অংশগ্রহণ করতে ভিজিট করতে হবে গুগল ফরম লিংক: https://forms.gle/sKUotbxW1yLdTrBY7


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫