শিনজো আবে ছিলেন বাংলাদেশের খাঁটি বন্ধু —পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সেপ্টেম্বর ০২, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন বলেছেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের খাঁটি বন্ধু ছিলেন। আঞ্চলিক বিশ্ব শান্তির পক্ষে অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

. মোমেন বলেন, শিনজো আবের আকস্মিক মৃত্যুতে সারা বিশ্বের ২৫৯টি দেশ সংস্থার পক্ষ হতে হাজার শতাধিক শোকবার্তাই প্রমাণ করেতিনি শুধু জাপানেরই একজন প্রথিতযশা নেতা নন, বরং সারা বিশ্বের একজন বরেণ্য ব্যক্তিত্ব। তার অসময়ে চলে যাওয়ায় বিশ্ব একজন অসাধারণ দূরদর্শী নেতাকে হারিয়েছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর ভূমিকা সহযোগিতার জন্য দেশের মানুষ তাকে বিশেষভাবে মনে রাখবে।

ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগ ঢাকার জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামান। অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক . জিয়া রহমান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫