পুঁজিবাজারে লেনদেনের সময়েও এল পরিবর্তন

প্রকাশ: আগস্ট ২৩, ২০২২

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১ টা ৫০ মিনিট পর্যন্ত দেশের দুই পুঁজিবাজারে লেনদেন চলবে। পরে ২ টা পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন হবে।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সিডিবিএলের কাছে এ আদেশের একটি করে কপি পাঠানো হয়েছে।

আগে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন চলত সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল ব্যাংকের লেনদেনের সময় বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী বুধবার থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকগুলো লেনদেন কার্যক্রম পরিচালনা করা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫