কমওয়ার্ডের ১১তম আয়োজন

২৫টি পুরস্কার জিতেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার

প্রকাশ: আগস্ট ১৯, ২০২২

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দেশের মার্কেটিং খাতের সৃষ্টিশীল কাজের সম্মান স্বীকৃতির আসর কমওয়ার্ডের ১১তম আয়োজন। এতে আরো একবার কমিউনিকেশন অ্যাডভার্টাইজিংয়ের জগতে স্বীকৃতি অর্জনের চমত্কার অনুকরণীয় দৃষ্টান্ত রেখেছে এশিয়া থ্রি-সিক্সটি। গ্রুপ হিসেবে সর্বোচ্চ মোট ৩৭টি পুরস্কার জিতে নিয়েছে তারা। এর মধ্যে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড একক প্রতিষ্ঠান হিসেবে জিতে নিয়েছে ২৫টি পুরস্কার। এটি ২০১৯ সাল থেকে বছর পর্যন্ত প্রতিটি মৌসুমেই ধারাবাহিকভাবে সর্বোচ্চ পুরস্কার জেতার এক নতুন রেকর্ড। মোট ২৫টি পুরস্কারের মধ্যে আছে ১২টি ব্রোঞ্জ, নয়টি রৌপ্যপদক, তিনটি স্বর্ণপদক একটি গ্রাঁ প্রি।

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় কমিউনিকেশন সামিট। দিনব্যাপী ক্রিয়েটিভিটি ইন চ্যালেঞ্জিং টাইমস থিমের ১১তম কমিউনিকেশন সামিটে ক্রিয়েটিভ মার্কেটিং জগতের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন স্থানীয় আন্তর্জাতিক মার্কেটিং বিশেষজ্ঞরা। ২০১১ সাল থেকে মার্কেটিং বিজ্ঞাপনে দেশের সেরা কাজগুলোকে সম্মান জানাতে সামিটের পাশাপাশি কমওয়ার্ড আয়োজন করে পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫