আবু রায়হান জুয়েল পরিচালিত শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’
চলতি বছর মুক্তির কথা থাকলেও আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা জানিয়েছেন, এ বছর আমার প্রথম সিনেমা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন মুক্তি দিতে পারছি না। কারণ সামনেই এসএসসি পরীক্ষা। ২০২৩ সালের ২০ জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। দেশবরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে এ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরীমনি, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকারসহ ২০ শিশু শিল্পী।