বিদ্যুত্স্বল্পতায় ইস্পাত কারখানা বন্ধ

চীনে দাম কমল আকরিক লোহার

প্রকাশ: আগস্ট ১৯, ২০২২

বণিক বার্তা ডেস্ক

বিদ্যুত্স্বল্পতায় চীনের বিভিন্ন ইস্পাত কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কমে গিয়েছে আকরিক লোহার দাম। সম্প্রতি পণ্যটির দাম কমার তথ্য মেলে। খবর মাইনিং ডটকম।

পণ্যের দাম নিয়ে তথ্য প্রকাশকারী ফাস্টমার্কেট এমবি বলছে, উত্তর চীনে আমদানি করা বেঞ্চমার্ক ৬২ ফি ফাইনস দশমিক শতাংশ কমে টনপ্রতি ১০০ ডলার ১৯ সেন্টে হাতবদল হয়েছে।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারি ২০২৩ চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক শতাংশ সংকুচিত হয়ে টনপ্রতি ৬৮৩ দশমিক ৫০ ইউয়ানে (১০০ ডলার ৮৭ সেন্ট) দাঁড়িয়েছে। মূল্য গত ২৮ জুলাইয়ের পর সর্বনিম্ন।

মধ্য জুলাই থেকে চীনের বিভিন্ন প্রান্তে দাবদাহ চলছে। ফলে বিদ্যুত্স্বল্পতায় ভুগছে চীন। এমন সমস্যায় বিদ্যুৎ ভাগ ভাগ করে দিতে হচ্ছে কর্তৃপক্ষকে।

ইস্পাত শিল্পের তথ্য সরবরাহকারী এসএমএম জানায়, বুধবার চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় ২০টি ইস্পাত কারখানার কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এভাবে ভাগ ভাগ করে বিদ্যুৎ সরবরাহ করার কার্যক্রম চলবে আরো এক সপ্তাহ।

গত সাত সপ্তাহে চীনের বিভিন্ন বন্দরে আমদানি করা আকরিক লোহার মজুদ বেড়েছে। তারও প্রভাব পড়েছে পণ্যটির দামে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫