অ্যালফাবেট, জুম ও মাইক্রোসফটের শেয়ার কিনছে সৌদি

প্রকাশ: আগস্ট ১৯, ২০২২

বণিক বার্তা ডেস্ক

অ্যালফাবেট, জুম মাইক্রোসফটের শেয়ার কিনছে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান পিআইএফ। যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটের দরবৃদ্ধির পেছনে তথ্য উঠে আসে। দ্বিতীয় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটি হাজার ৮০ কোটি ডলার যুক্তরাষ্ট্রের শেয়ার বাণিজ্যে বিনিয়োগ করেছে।

পিআইএফ অ্যালফাবেটের লাখ ১৩ হাজার, জুমের ৪৭ লাখ মাইক্রোসফটের ১৮ লাখ ক্লাস শেয়ার কিনে নিয়েছে বলে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ তার প্রকাশিত তথ্যে জানিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি জেপি মরগান ব্ল্যাকরকের শেয়ার কিনেছে। খবরে বলা হয়, জেপি মরগানের ৩৯ লাখ ব্ল্যাকরকের প্রায় সাড়ে সাত লাখ শেয়ার কিনেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তহবিল। স্টারবাকস, অ্যাডোবি, ডাটাডগসহ আরো বেশ কয়েকটি কোম্পানির শেয়ারও কিনেছে প্রতিষ্ঠানটি।

তেল বিক্রি থেকে অর্জিত অর্থ দ্বিতীয় কোনো উৎসেবিনিয়োগ করতে ৬২ হাজার ডলারের তহবিল গঠন করেছিল সৌদি আরব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫