চারদিন পর সূচকে উত্থান

প্রকাশ: আগস্ট ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে গত সপ্তাহে টানা দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। গতকাল চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে চারদিন পর পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৪৩ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক বাড়লেও দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম মিনিট ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। সকাল ১০টা ২২ মিনিটে আবারো ঘুরে দাঁড়ায় সূচক। দিনভর ওঠানামা করলেও শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে হাজার ১৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার ১৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল পয়েন্ট বেড়ে হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল হাজার ১৯৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে পয়েন্ট বেড়ে হাজার ৩৫১ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ৩৪৬ পয়েন্টে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫