দর বৃদ্ধির শীর্ষে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড

প্রকাশ: আগস্ট ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসই নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। তবে সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ৪১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের চার কার্যদিবসে ফান্ডটির কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল কোটি লাখ ৩২ হাজার ৫০০ টাকা। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ১৫ দশমিক ২৯ শতাংশ। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের চার কার্যদিবসে ১১ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ৮৪ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমেইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সোনারগাঁও টেক্সটাইলস, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং হাক্কানি পাল্প পেপার লিমিটেড।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫