ইউক্রেন ছেড়েছে আরো দুই শস্যবাহী জাহাজ

প্রকাশ: আগস্ট ১৪, ২০২২

বণিক বার্তা ডেস্ক

নতুন করে আরো দুটি খাদ্যশস্যবাহী জাহাজ গতকাল ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দর ছেড়ে গিয়েছে। রাশিয়ার সঙ্গে চুক্তির আওতায় নিয়ে ১৬টি জাহাজ রফতানির উদ্দেশ্যে ইউক্রেনের বন্দর ত্যাগ করল। খবর রয়টার্স।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল বারবাডোসের পতাকাবাহী একটি জাহাজ ১২ হাজার টন ভুট্টা নিয়ে চরনোমর্স্ক বন্দর ত্যাগ করে। এটির গন্তব্য তুরস্কের ইস্কান্দারান প্রদেশ। অন্য জাহাজটি তিন হাজার টন সূর্যমুখী তেল নিয়ে বন্দর ছেড়েছে।

ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বন্ধ থাকলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ এবং ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করে জাতিসংঘ। এমন সতর্ক বার্তার পরই জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই রাশিয়া ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য রফতানি-সংক্রান্ত একটি চুক্তি হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫