পাঞ্জাবে জনসমক্ষে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা

প্রকাশ: আগস্ট ১৪, ২০২২

বণিক বার্তা ডেস্ক

নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে জনসমক্ষে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে ভারতের পাঞ্জাব কর্তৃপক্ষ। গতকাল এক বিবৃতিতে পাঞ্জাব সরকার জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসসহ যেকোনো ধরনের জনসমাবেশে যথাযথভাবে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।

পাঞ্জাব সরকার জানায়, সামাজিক দূরত্ব বজায় রাখা, থুথু-কাশির আদব রক্ষাসহ যথাযথভাবে কভিড-১৯ নীতিমালা অনুসরণ করতে হবে। কভিড-১৯-এর লক্ষণ স্পষ্ট হলেই তাকে দ্রুত পরীক্ষা শেষে আইসোলেশনসহ করোনাবিধি মেনে চলতে হবে।  পাঞ্জাবের সব হাসপাতাল ল্যাবে করোনা পজিটিভ নেগেটিভ রোগীদের বিস্তারিত তথ্য আপডেট করার নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। যাদের এখনো দ্বিতীয় বুস্টার ডোজ দেয়া বাকি আছে তাদের যথাশিগগির টিকা গ্রহণের অনুরোধ করেছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের মতো জনসমক্ষে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে দিল্লি সরকার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫