চবিতে ভর্তি পরীক্ষা

স্থগিত থাকবে ক্লাস ও পরীক্ষা চলবে ১১ জোড়া শাটল

প্রকাশ: আগস্ট ১৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে নয়দিন বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৬-২৪ আগস্ট পর্যন্ত বিভাগীয় কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এছাড়া ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের নতুন শিডিউল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে ১১ জোড়া শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে। ক্লাস স্থগিতের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএম আকবর হোছাইন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রাক-প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরিচালনার সুবিধার্থে-বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা একাডেমিক কার্যক্রম ১৪-২৫ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। ২৫ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ/ইনস্টিটিউটে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো চলবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চার ইউনিট দুই উপ-ইউনিটে হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৯ শিক্ষার্থী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫