শীর্ষ ডিলার ও ব্রোকারদের সিএসইর পুরস্কার প্রদান

প্রকাশ: আগস্ট ১৩, ২০২২

২০২১-২২ অর্থবছরের জন্য শীর্ষ ১০ ডিলার ব্রোকারদের পুরস্কার প্রদান করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উপলক্ষে গত বৃহস্পতিবার সিএসইর চট্টগ্রামের প্রধান কার্যালয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিএসইর পরিচালকরা, ট্রেক হোল্ডাররা এবং সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচ্য অর্থবছরের জন্য ডিলার ব্রোকার এই দুই ক্যাটাগরিতে শীর্ষ ১০ ট্রেক হোল্ডারকে পুরস্কার প্রদান করেছে সিএসই। ডিলার ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলো গালাক্সি ক্যাপিটাল লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ইস্টার্ন শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, আরএকে সিকিউরিটিজ লিমিটেড ফারইস্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। আর ব্রোকার ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলো লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, কবির সিকিউরিটিজ লিমিটেড, মালটি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, মিনহার সিকিউরিটিজ লিমিটেড, ইস্টার্ন শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫