সাপ্তাহিক লেনদেনের ৯ শতাংশের বেশি বেক্সিমকোর দখলে

প্রকাশ: আগস্ট ১৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের চার কার্যদিবসে হাজার ৫৮৪ কোটি লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯ দশমিক শূন্য শতাংশ বা হাজার ৪১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এর মধ্যে  ৩৩২ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের চার কার্যদিবসে বেক্সিমকোর কোটি ৭২ লাখ ২৬ হাজার ১৯১টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩২ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের দশমিক ২৯ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৪৪ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১১২ কোটি লাখ ৯৬ হাজার টাকার কোটি লাখ ৯৯ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের দশমিক ১৩ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। তবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৯৩ শতাংশ।

গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৪৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৭ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের দশমিক শূন্য শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৮০ শতাংশ।

গত সপ্তাহের সর্বোচ্চ লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারদর ১১ দশমিক ৬২ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল দশমিক ৩৫ শতাংশ। সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৮৪ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকার কোটি ৫৫ লাখ ৩২ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর দশমিক ১১ শতাংশ বাড়লেও মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল দশমিক ২৪ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৮০ কোটি ৪৬ লাখ ১৩ হাজার টাকার ৫৯ লাখ ১৯ হাজার ৭২৬টি শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন স্পিনিং মিলস, লাফার্জহোলসিম বাংলাদেশ ওরিয়ন ইনফিউশন লিমিটেড।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫