প্রথমার্ধে মুনাফা বেড়েছে জুরিখ ইন্স্যুরেন্সের

প্রকাশ: আগস্ট ১৩, ২০২২

বণিক বার্তা ডেস্ক

বছরের প্রথমার্ধে মুনাফায় প্রত্যাশার তুলনায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে জুরিখ ইন্স্যুরেন্স গ্রুপের। সেই সঙ্গে ১৮০ কোটি সুইস ফ্রাঁর শেয়ার আবার কেনা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে তাদের শেয়ারের দামও বেড়ে গেছে অনেকাংশে। খবর রয়টার্স।

ইউরোপের পঞ্চম বৃহত্তম ইন্স্যুরেন্স কোম্পানি জানিয়েছে, ২০২২ সালের সব লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে প্রতিষ্ঠানটি। জুরিখের সিইও মারিও গ্রিকো বলেন, কভিড-১৯ মহামারী সত্ত্বেও তিন বছরের অর্থনৈতিক লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে জুরিখের। সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধ আমাদের ভালোমতো আত্মবিশ্বাস দিয়েছে, আমরা যেকোনো অপ্রত্যাশিত অভূতপূর্ব বিষয় নিয়ন্ত্রণ করতে পারি তার পরও কাজ চালিয়ে যেতে পারি। প্রতিষ্ঠানটির অপারেটিং মুনাফা গিয়ে দাঁড়িয়েছে ৩৩৯ কোটি ডলারে। এর আগে কোম্পানি বিশ্লেষকরা মিলে ৩২৮ কোটি ডলার অপারেটিং মুনাফার পূর্বাভাস দিয়েছিল। চলতি বছরের পর নতুন করে তিন বছরের পরিকল্পনা তৈরি করবে ইন্স্যুরেন্স কোম্পানি জুরিখ। ধারণা করা হচ্ছে সেই বছরটা আরো বেশি চ্যালেঞ্জিং হবে। সেখানে কিছু ভিন্ন বিষয়ের ওপর নজর দেয়া হবে বলে জানান গ্রিকো। সামনের মাসে শুরু হওয়া শেয়ার বাইব্যাক প্রক্রিয়ায় লভ্যাংশ নীতিতে কোনো প্রভাব আসবে না বলেও নিশ্চিত করেন তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫