হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে

প্রকাশ: আগস্ট ১৩, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

আমদানি বাড়লেও ডলারের দাম বৃদ্ধি ভারতে দাম বাড়ার অজুহাতে মাত্র দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে টাকা। দুদিন আগে বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ২৪-২৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৯-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী মোজাম্মেল হোসেন বলেন, দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমরা পেঁয়াজ আমদানি করা নিয়ে বিপাকের মধ্যে রয়েছি। বর্তমানে ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে। যে ডলার আগে ৯৫ টাকা ছিল, সেটি এখন দাম বেড়ে ১১০ টাকার ওপরে উঠেছে। এতে আমাদের আগের চেয়ে বাড়তি মূল্যে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত। আশুরা উপলক্ষে একদিন বন্ধের পর ১০ আগস্ট বুধবার বন্দর দিয়ে ১৩টি ট্রাকে ৩৭৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল বৃহস্পতিবার একদিনেই বন্দর দিয়ে ৩৯টি ট্রাকে হাজার ১৯৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫