রুসালের উৎপাদন খরচ বেড়েছে ৩৩ শতাংশ

প্রকাশ: আগস্ট ১৩, ২০২২

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার অ্যালুমিনিয়াম জায়ান্ট রুসালের উৎপাদন খরচ ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে। ইউক্রেনের একটি শোধনাগারে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া রাশিয়ার অ্যালুমিনিয়াম এবং বক্সাইট রফতানির ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার কারণে উৎপাদন খরচ বাড়ছে বলে মনে করে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের এক খবরে বলা হয়, রাশিয়ার অর্থনীতির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ইউক্রেনে সৈন্য পাঠানোর পর পরই চীনের বাইরে বিশ্বের বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদক মার্চ থেকে সমস্যায় ভুগছে।

চলতি বছরের প্রথমার্ধে রুসালের প্রাইমারি অ্যালুমিনিয়াম বিক্রি ১১ দশমিক শতাংশ কমে ১৭ লাখ ৬০ হাজার টনে দাঁড়িয়েছে। অন্যদিকে উৎপাদন দাঁড়িয়েছে ১৮ লাখ ৯০ হাজার টনে।

রুসাল এক বিবৃতিতে বলেছে, জুনের শেষ পর্যন্ত ছয় মাসে অ্যালুমিনিয়ামের উৎপাদন ব্যয় বেড়ে টনপ্রতি ২০২৮ ডলারে দাঁড়িয়েছে। কোম্পানিটি তার সরবরাহ চেইন ঢেলে সাজাতে বাধ্য হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫