যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি গ্যাসের দাম ৪ ডলারের নিচে নামল

প্রকাশ: আগস্ট ১৩, ২০২২

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে গ্যালনপ্রতি গ্যাসের দাম গত মার্চের পর প্রথমবারের মতো ডলারের নিচে নামল, যা বিশ্বের বৃহত্তম জ্বালানি গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশন অনুসারে, গ্যাসের জাতীয় গড় মূল্য আজ প্রতি গ্যালন দশমিক ৯৯-তে নেমে গিয়েছে।

গ্যাসোলিনের দাম গত জুনে গ্যালনপ্রতি রেকর্ড দশমিক শূন্য ডলারে পৌঁছেছিল। কারণে চালকরা ২০২০ সালের জুলাইয়ের মহামারীর সময়কার তুলনায় কম জ্বালানি কিনতে বাধ্য হয়।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজ তেলের দাম নিয়ন্ত্রণে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি জানান, মুদ্রাস্ফীতি প্রশমনের লক্ষণ দেখা যাচ্ছে, যদিও মানুষ এখনো অসুবিধায় রয়েছে।

হোয়াইট হাউজ মার্কিন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৮ কোটি ব্যারেলেরও বেশি অপরিশোধিত জ্বালানি তেল ছাড়ার কারণে দাম কমে গিয়েছে। যুক্তরাষ্ট্রের তেল উত্তোলন পাঁচ লাখ ব্যারেল বেড়ে দিনপ্রতি হাজার ২২০ কোটি ব্যারেলে দাঁড়িয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫