বড়পুকুরিয়া কয়লা খনি

ক্ষতিপূরণ দাবিতে স্থানীয়দের বিক্ষোভ মানববন্ধন

প্রকাশ: আগস্ট ১২, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, দিনাজপুর

ভূগর্ভ থেকে কয়লা তোলার কারণে উপরিভাগের মাটি দেবে জলাশয়ে পরিণত হওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকার দুটি গ্রামের মানুষ ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে।

ক্ষতিগ্রস্ত গ্রাম দুটি হলো খনি এলাকার বৈদ্যনাথপুর বাঁশপুকুর। মানববন্ধন বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে ক্ষতিগ্রস্তরা ২৮ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

গতকাল সকাল সাড়ে ১০টায় জীবন সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে বড়পুকুরিয়া বাজার সড়কে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি খনি এলাকা প্রদক্ষিণ করে।

মানববন্ধন মিছিল শেষে খনি এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন জীবন সম্পদ রক্ষা কমিটি প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল, কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপদেষ্টা কমিটির সদস্য বেলাল উদ্দিন, রুহুল আমিন মণ্ডল, লিয়াকত আলী মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর আগে বাঁশপুকুর বৈদ্যনাথপুর গ্রামের ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খনি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জমির মালিকদের অধিগ্রহণের নোটিস দিয়েছে। কিন্তু তিন বছর চলে গেলেও ক্ষতিপূরণের টাকা পাননি ভুক্তভোগীরা।

ব্যাপারে যোগাযোগ করা হলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার বলেন, ক্ষতিগ্রস্ত ১৫ দশমিক ৫৮ একর জমির ক্ষতিপূরণ প্যাকেজের ১১৩ দশমিক ৯২ কোটি টাকার মধ্যে ৫০ কোটি টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা আছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে অবশিষ্ট টাকা জমা দেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫