শিল্পাঞ্চলগুলোয় পৃথক সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ

প্রকাশ: আগস্ট ১২, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশের শিল্পাঞ্চলগুলো বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি নির্ধারণ করেছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) গতকাল -সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর।

কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১১৪() ধারার ক্ষমতাবলে সারা দেশের শিল্পপ্রতিষ্ঠানের জন্য (প্রজ্ঞাপনের) নং কলামে বর্ণিত বারে জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে সারা দেশে শিল্পপ্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫