আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

প্রকাশ: আগস্ট ১২, ২০২২

বণিক বার্তা ডেস্ক

মুদ্রা সংকোচন নীতির কারণে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার অনেকটাই কমেছে। এর পরও সুদহার আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। ফলে গতকাল আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম।

তথ্য বলছে, স্পট মার্কেটে গতকাল মূল্যবান ধাতুটির দাম দশমিক শতাংশ কমে যায়। প্রতি আউন্সের মূল্য স্থির হয় হাজার ৭৮৬ ডলার ৭৯ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মূল্যবান ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে দশমিক শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে হাজার ৮০২ ডলার ১০ সেন্টে।

যুক্তরাষ্ট্রে অব্যাহত নিম্নমুখিতা শেষে ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড ঘুরে দাঁড়িয়েছে। এছাড়া দশমিক শতাংশ কমেছে ডলারের দাম। ফলে মূল্যবান ধাতুটি কিছুটা আকর্ষণ হারিয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে দশমিক শতাংশে নামার পূর্বাভাস দেয়া হয়েছিল। কিন্তু তা দশমিক শতাংশে নেমেছে। এর আগের মাসে মূল্যস্ফীতির হার দশমিক শতাংশে উঠে এসেছিল, যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। মূলস্ফীতি কমায় সুদহার বাড়ানোর আগ্রাসী নীতি থেকে কেন্দ্রীয় ব্যাংক সরে আসবে বলেই ধারণা করা হচ্ছিল। পাশাপাশি সম্ভাবনা রয়েছে স্বর্ণের দাম বাড়ারও।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫